রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

ইসলামী ছাত্রসমাজ নোয়াখালী জেলার প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ৬ সেপ্টেম্বর

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নোয়াখালী জেলার ব্যবস্থাপনায় ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন আগামীকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে নোয়াখালী মাইজদী টাউন হল মোড়স্থ হোটেল আল ফারহান এন্ড মিনি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্নমহাসচিব ও বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ডা: মুহাম্মদ ইলিয়াস খান ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা বিএম আমির জিহাদী।

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নোয়াখালী জেলার ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহকারী মহাসচিব আম্মারুল হক, নেজাম ইসলাম পার্টির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এরশাদ বিন জালান, সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মুসাদ্দিকুল মাওলা ও নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গনি শিব্বিরসহ স্থানীয় নেতৃবৃন্দগন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img