শনিবার, মে ১১, ২০২৪

৯ বছর পর পূর্ণ রূপে সক্রিয় আঙ্কারা-কায়রো দূতাবাস; নিযুক্ত করা হলো রাষ্ট্রদূত

পারস্পরিক সম্পর্ক পুনরুদ্ধারের পর তা আরো জোরদার করার লক্ষ্যে দীর্ঘ ৯ বছর পর পরস্পর রাষ্ট্রদূত নিযুক্ত করেছে তুরস্ক ও মিশর।

মঙ্গলবার (৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রদূত নিযুক্তির ঘোষণা দেয় আঙ্কারা ও কায়রো।

বিবৃতিতে বলা হয়, সালেহ মুতলু সেনকে মিশরের রাষ্ট্রদূত নিযুক্ত করেছে আঙ্কারা। আর কায়রো তুরস্কে তাদের রাষ্ট্রদূত হিসেবে আমর আল হাম্মামিকে নিযুক্ত করেছে।

কূটনৈতিক সম্পর্ক জোরদার ও দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও জেনারেল সিসির সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে দু’দেশের জনগণের স্বার্থ ও ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে মিশরের ইতিহাসের একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট শহীদ মুরসিকে ক্ষমতাচ্যুত করতে তার সরকারেরই সেনাপ্রধান বিশ্বাসঘাতক জেনারেল সিসি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রক্ষমতা নিজ কাঁধে তুলে নিয়েছিলেন।

এই ঘটনায় বিশ্ব মোড়লরা নিরব দর্শকের ভূমিকা পালন করলেও মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা এরদোগান ছিলেন সোচ্চার। তিনিই সর্বপ্রথম মার্কিন মদদে সংঘটিত সামরিক অভ্যুত্থান ও প্রেসিডেন্ট মুরসীকে গ্রেফতারের বিরোধিতা করেন। জেনারেল সিসির সরকারকে প্রত্যাখ্যান পূর্বক আমেরিকা ও পশ্চিমাদের কঠোর সমালোচনা করেন।

আর তখন থেকেই মিশর ও তুরস্কের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধ হয়ে যায় দূতাবাস। তবে ২০১৯ সাল থেকে তুরস্ক সম্পর্ক পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যেতে থাকে। দেশ দু’টির উচ্চ পর্যায়ে বেশ কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে সম্পর্ক পুনরুদ্ধার হয়। দেশ দু’টির দূতাবাসে আংশিক কার্যক্রম শুরু হয়।

সূত্র: আল জাজিরা ও টিআরটি এরাবিক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img