মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ৬০ হাজার ৭৯৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার ১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৬ হাজার ৬৩৪ জন।
মঙ্গলবার দিবাগত রাতে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনার দশম ফ্লাইটের হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। একইদিন হজ পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকদের দ্বিতীয় দল মক্কায় পৌঁছেছে।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১৫৬টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮১টি, সৌদি এয়ারলাইন্সের ৪৯টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৬টি।
হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে ২২ জুলাই।