বাংলাদেশ দেশ পীর, আউলিয়া ও ওলামায়ে কেরামের দেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এ দেশ পীর, আউলিয়া ও ওলামায়ে কেরামের দেশ।’ এখানে ইসলামপ্রিয় জনগণ ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ারে পরিণত করতে দেবে না বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (৫ এপ্রিল) সকালে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ খুলে গেছে। তিনি দাবি করে বলেন, ‘হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা তথ্যনির্ভর ও প্রকৃত সত্য উদ্ঘাটন।’
তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা তাণ্ডব চালিয়েছিল, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের সঙ্গে দেশের জনগণ রয়েছে।’ ওবায়দুল কাদেরের বক্তব্য, ‘সুতরাং যারা পেছন থেকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকানি দিচ্ছে, অর্থায়ন করছে, তাদের মুখোশও উন্মোচন করা হবে।’