বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

মার্চ থেকে আমেরিকার সাথে যৌথ কাউন্টার টেররিজম কনফারেন্স শুরু করতে যাচ্ছেন পাকিস্তান

আমেরিকার সাথে যৌথ সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। বিশেষ করে তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) ও আল কায়েদার বিরুদ্ধে।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরের শেষে গত শুক্রবার পাক পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি জানিয়েছেন। এ সফরে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ নেতাদের সাথে সাক্ষাত করেছেন বিলাওয়াল ভুট্টো।

বৈঠকে মার্কিনীরা নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের অভ্যন্তরে (টিটিপি) ও আল কায়েদার বিরুদ্ধে পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন।

বিলাওয়াল ভুট্টো জানান, মার্চ মাসে পাকিস্তান-যুক্তরাষ্ট্র যৌথভাবে কাউন্টার টেররিজম কনফারেন্স শুরু করবে।

এছাড়াও বিলাওয়াল ভুট্টো গত সপ্তাহে রাশিয়া সফর করেছিলেন। এ সফরে রাশিয়ার কর্মকর্তাদের সাথে তিনি বলেছিলেন, “সন্ত্রাসবাদ শুধুমাত্র পাকিস্তানের জন্য একটি সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক হুমকি। যার জন্য একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গি প্রয়োজন।”

উল্লেখ্য; গত সপ্তাহে পাকিস্তান পেশোয়ারের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। উদ্ধার অভিযান শেষে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯৫ জনের। আহত হয়ে আশেপাশের বিভিন্ন হাসপাতালে আছেন আরও ৫২ জন।

সূত্র: ডেইলি পাকিস্তান

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img