বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

রাজশাহী ও ফেনীতে ভোটকেন্দ্রে আগুন

রাজশাহীতে তিনটি এবং ফেনীতে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বিদ্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে।

এর মধ্যে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ১৫টি চেয়ার, টেবিল, আলমারিসহ আসবাবপত্র পুড়ে গেছে।

এছাড়া উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পরিত্যক্ত ভবনে আগুন দেয়া হয়েছে। এতে কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি।

অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু বইপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়া বিদ্যালয়ের পাশ থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এদিকে আজ শুক্রবার সকালে ফেনীর সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র করা স্কুলটির কিছু অংশ আগুনে পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img