ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের শরনার্থীদেরকে খুব দ্রুতই নিজ দেশে পাঠাতে মরিয়া হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি জানিয়েছেন, তার দেশ আর কোন আফগান শরণার্থীকে গ্রহণ করতে পারবে না। সেই সঙ্গে অবৈধ শরনার্থীদের খুব দ্রুত আফগানিস্তানে ফেরত পাঠানো ইরানের অন্যতম প্রধান কাজ।
ইস্কান্দার মোমেনি পরিষ্কারভাবে বলেছেন, এই পদক্ষেপ বাস্তবায়নের ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আফগানরা আমাদের ভাই। আমাদের মধ্যে বহু বিষয়ে সাদৃশ্য রয়েছে। যাইহোক, আমাদের দেশ আর তাদের জায়গা দিতে পারবে না। দেশের সমস্ত পুঁজি এবং ভর্তুকি তাদের পেছনে ব্যয় করা হচ্ছে। তাই অবৈধ আফগান শরণার্থীদের একটি পরিকল্পনার মাধ্যমে বিতাড়িত করা আমাদের অন্যতম অগ্রাধিকার।”
সূত্র: তোলো নিউজ