বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আল আকসা নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে দখলদার ইসরাইল

ফিলিস্তিনের পূর্ব জেরুসালেমে অবস্থিত আল আকসা মসজিদে ২৪ ঘন্টা ইহুদীদের উন্মুক্ত প্রবেশাধিকার অনুমতি দেওয়ার আহবান জানিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির।

ইসরাইলী দৈনিক সংবাদপত্র “হারেৎজ” এর একটি প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (৩ অক্টোবর) ইসরায়েলের পার্লামেন্টের উগ্র ডানপন্থী সদস্যদের কাছে দেওয়া একটি চিঠিতে এ আহ্বান জানান তিনি।

সাধারণত আল আকসা মসজিদে অবৈধ বসতি স্থাপনকারীদের শুক্র ও শনিবার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন সকাল ও সন্ধ্যায় ২ ঘন্টা করে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

চিঠিতে, ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদের কাছে অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসায় উন্মুক্ত প্রবেশের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

কট্টর ডানপন্থী দল “জিউইশ পাওয়ার পার্টির” নেতা বেন গাভির আশা করছেন তার এ চিঠির প্রতি সমর্থন জানাবেন ইসরাইলের আরেক উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যিনি “রিলিজিয়াস জায়োনিজম পার্টির” প্রধান।

এর আগে, ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোৎ এর ছুটির চতুর্থ দিন ৫০০ জনেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী আল আকসার প্রবেশ ও সেখানে তালমুদিক আচার অনুষ্ঠান পালন করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক ওয়াকফ বিভাগ।

২০০৩ সাল থেকে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইহুদিদেরকে ঢোকার অনুমতি দেয় দখলদার কর্তৃপক্ষ যা ফিলিস্তিনিদের মধ্যে তীব্র হবে সৃষ্টি করে।

আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্র স্থান। তবে ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে চিহ্নিত করেছে। তাদের দাবি প্রাচীন কালে এইখানে ইহুদীদের দুটি মন্দির ছিল।

১৯৬৭ সালে আরব ইসরাইল যুদ্ধের সময় পূর্ব জেরুসালেমে অবস্থিত আল-আকসা মসজিদ দখল করে নেয় ইসরাইলি বাহিনী। এরপর ১৯৮০ সালে পূর্ব জেরুসালেম শহরটির পুরো অংশ দখল করে নেয় অবৈধ রাষ্ট্রটি। যদিও আন্তর্জাতিকভাবে এ অবৈধ দখল কখনোই স্বীকৃতি দেওয়া হয়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img