বেফাকের আমেলার বৈঠকে মাওলানা নুরুল ইসলাম জিহাদিকে দুই ভোট,মাওলানা সাজিদুর রহমানকে দুই ভোট এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তিন ভোট দেওয়ার যে কথা বলে হচ্ছে সেগুলো মানুষ ভুলক্রমে দিয়েছে।
ওনারা প্রার্থী ছিলেন না। ওনারা সহ আরো কিছু মুরুব্বি আলেম ফায়সালাকারী ছিলেন। এসব ভোট ভুল,তাই এর কোন ভিত্তি-ই নেই। আয়োজক কমিটি উপরোক্ত ব্যক্তিদের নামে কোন ভোটও ঘোষণা করেননি। সুতরাং এসব ভুল ভোটের কোন গ্রহণযোগ্যতা নেই।
