রবিবার, জুলাই ৭, ২০২৪

ব্রিটেনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ

আজ ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, প্রধান বিরোধী দল লেবারপার্টিসহ অন্তত ৮টি রাজনৈতিক দল।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের তালিকায় রেখেছে এক/একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৭ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগারিক। তাদের সঙ্গে অন্তত আরও ১১ জন প্রতিদ্বন্দিতা করছেন নির্দলীয় বা স্বতন্ত প্রার্থী হিসেবে।

এগিয়ে লেবার পার্টি

এবারের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে ৪ জনকে পুনঃমনোনয়ন দিয়েছে দলটি। এরা হলেন রুশনারা আলী, রুপা হক, টিউলিপ সিদ্দিকী এবং আফসানা বেগম।

বাকি আট প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রুমি চৌধুরী, রাফিয়া আশরাফ, নুরুল হক আলী এবং নাজমুল হোসাইন।

ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন

বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সংখ্যার তালিকায় লেবার পার্টির পরেই অবস্থান করছে ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন। এবারের নির্বাচনে মোট ৬ জন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী হিসেবে। এর হলেন গোলাম টিপু, প্রিন্স সাদিক চৌধুরী, মোহাম্মদ শাহেদ হোসেন, ফয়সাল কবির, মোহাম্মদ বিলাল এবং হালিমা খান।

কনজারভেটিভ পার্টি

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি তাদের প্রার্থীদের তালিকায় দুই জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশকে রেখেছে। এরা হলেন আতিক রহমান এবং সৈয়দ সাঈদুজ্জামান।

পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির প্রার্থীদের মধ্যে ৩ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রয়েছেন। এরা হলেন সাঈদ সিদ্দিকী, সৈয়দ শামসুজ্জামান শামস এবং শারমিন রহমান।

অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্যাটস, সোশ্যালিস্ট পার্টি এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি তাদের প্রার্থীর তালিকায় একজন করে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশকে রেখেছে। এই প্রার্থীরা হলেন রাজ ফরহাদ (রিফর্ম পার্টি), রুবিনা খান (লিবারেল ডেমোক্র্যাটস), নাজ আনিস মিয়া (স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি) এবং মুমতাজ খানম (সোশ্যালিস্ট পার্টি)।

এই ২৭ জন প্রার্থীর বাইরে ওয়াইস ইসলাম, আজমল মাশরুর, সুমন আহমেদ, এহতেশামুল হক, ওমর ফারুক, নিজাম উদ্দিনসহ ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন আসানে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img