রবিবার, জুলাই ৭, ২০২৪

ইসরাইলের বড় ধরনের আক্রমণের বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন জানাবে ইরান

লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর উপর আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল বলে জানা গেছে। বেশ কয়েকটি পত্রিকায় কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এমনটিই দাবি করা হয়েছে। তবে ইসরাইল যদি হিজবুল্লার বিরুদ্ধে কোনো আক্রমণ চালায়, সেক্ষেত্রে ইরান সহ প্রতিটি প্রতিরোধ সংগঠনগুলো তেল আবিবের বিরুদ্ধে হিজবুল্লাহকে সকল প্রকার সহযোগিতা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা।

ব্রিটিশ দৈনিক পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কামাল খাজারি।

তিনি বলেন, “এই ধরনের পরিস্থিতিতে, আমাদের অন্য কোন উপায় নেই তবে সামর্থের সবটুকু দিয়ে আমরা হিজবুল্লাহকে সমর্থন জানাবো।”

খাজারি সতর্ক করে বলেন, “ইসরাইল যদি হিজবুল্লার বিরুদ্ধে বড় আকারে আক্রমণ পরিচালনা করে, তাহলে এটি আঞ্চলিক সংঘাত ঢেকে আনবে।

তিনি আরো বলেন, “যুদ্ধ সম্প্রসারণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইরান কারো স্বার্থ নেই।”

উল্লেখ্য, জার্মান পত্রিকা ‘বিল্ড’ কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, ইসরাইলে আক্রমণ বন্ধ না করলে জুলাই মাসের শেষের দিকে লেবাননে সম্ভাব্য আক্রমণ চালাতে পারে তেল আবিব। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ তখনই থামবে, ঠিক যখন ইসরাইল যুদ্ধ বিরতি চুক্তিতে স্বাক্ষর করবে ও তার শর্ত মেনে চলবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img