ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ
বৃহস্পতিবার (৪ জুন) ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
দেশটির আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি’র।
আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রকৃত এজেন্সির বিবৃতি অনুসারে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল দারুবা গ্রাম থেকে প্রায় ৮৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ১২০ কিলোমিটার গভীরে।
ভুমিকম্পে হতাহতের কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে সুনামির সতর্কতাও জারি করেনি দেশটির আবহাওয়া সংস্থা।