ইমারতে ইসলামীয়া আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলীশের বিভাগে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ হামলা চালায় পাকিস্তান।
আফগান সরাকার এ হামলার নিন্দা জানিয়েছে। তবে পাক বাহিনীর রকেট হামলায় কোনো হতাহতের ঘটনার ঘটেনি বলেও জানায় তারা।
খোস্তের এক বাসিন্দা জানান, হামলার পর যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। তাদের অনেকে নিজেদের গ্রামে যেতে পারেননি।
সূত্র: তোলো নিউজ