বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

হামাসের ডেপুটি প্রধান শহীদ সালেহ আরুরীর জানাযা সম্পন্ন

ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ডেপুটি প্রধান শহীদ সালেহ আল আরুরীর জানাযা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বৈরুতের তারিক আল জাদিদা জেলার ইমাম আলী মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

হামাস ও কাসসামের এই শীর্ষ নেতা ও অন্য দুই নেতা কমান্ডার আজ্জাম আল আকরা ও মুজাহিদ মুহাম্মদ রঈসের জানাযাকে কেন্দ্র করে বৈরুতের তারিক আল জাদিদায় হামাসের নেতাকর্মী সহ হাজার হাজার ফিলিস্তিনি ও লেবানিজের ঢল নামে। সংগঠনটির শীর্ষ নেতা জাহের জাব্বারিন সহ লেবাননের গণ্যমান্য ব্যক্তিবর্গও এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২ জানুয়ারি) লেবাননের বৈরুতে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক ড্রোন হামলায় হামাস ও কাসসামের এই শীর্ষ নেতা শাহাদাত বরণ করেন।

ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তার প্রতিষ্ঠিত অস্ত্র কারখানা ও সেনা দলের উপর ভিত্তি করে হামাসের সামরিক শাখা কাসসাম বিগ্রেডের বিকাশ ঘটেছিলো।

এছাড়া ঐতিহাসিক গিলাদ শালিত বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়নের প্রধান কারিগরও ছিলেন বুদ্ধিমান ও দুর্ধর্ষ এই হামাস নেতা। যে বন্দী বিনিময় চুক্তির আওতায় ২০১১ সালে ফরাসি বংশোদ্ভূত ইসরাইলী সার্জেন্ট গিলাদ শালিতকে মুক্তির বিনিময়ে ১০২৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হয়েছিলো ইসরাইলকে। এটি আজীবন হামাসের অনন্যা মাইলফলক ও ইসরাইলের জন্য চির কলঙ্কের কারণ হয়ে থাকবে। কেননা আধুনিক পৃথিবীর ইতিহাসে ১জনের বিপরীতে ১০২৭ জনকে মুক্তির ঘটনা খুবই বিরল। আর সালেহ আল আরুরীর যে কৌশল অবলম্বন করে হামাস সকল বন্দীর মুক্তি নিশ্চিত করেছে তাও ছিলো খুবই বিস্ময়কর। যা সমরবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের হতভম্ব করে দিয়েছিলো।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img