বৃহস্পতিবার | ১৭ জুলাই | ২০২৫

হামাসের ডেপুটি প্রধানকে হত্যা ও ইরানে বোমা হামলার বিষয়ে যা বলছেন জাতিসংঘ মহাসচিব

spot_imgspot_img

ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সুলাইমানির মাজারে জোড়া বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতেরেস।

জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, “আজ ইরানের কিরমান প্রদেশে অনুষ্ঠিত শোক সভায় বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব, যেখানে ১০০ জনেরও বেশি মানুষ নিহত ও বহু হতাহতের ঘটনা ঘটেছে।”

এছাড়াও এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ইসলামিক রিপাবলিক অব ইরান ও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এন্তেনিও গুতেরেস।

এদিকে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরুরীকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব।

মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র এ বিষয়টি জানিয়েছেন।

মুখপাত্র ফ্লোরেন্সিয়া বলেন, “অবশ্যই এই হামলার ঘটনা প্রবাহ অত্যন্ত উদ্বেগজনক। আমি মনে করি বিস্তৃত এই অঞ্চলে ইসরাইল ফিলিস্তিন সংঘাতের বিপদ সম্পর্কে মহাসচিব যা বলেছেন তা সত্যি অনেক উদ্বেগজনক।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img