বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

ইসরাইলি বিমান হামলায় বৈরুতে বাংলাদেশি নাগরিক নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইাহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে কর্মস্থলে যাওয়ার পথে বৈরুতের হাজমিয়ে এলাকায় ইসরাইলি বিমান হামলায় নিহত হোন তিনি।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লিখেন, ‘রেমিটেন্স যোদ্ধাা’ মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩১ বছর ১১ মাস (পাসপোর্ট নম্বর: EF0620043) শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) ইসরাইলের বিমান হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিজাম উদ্দিনের মৃত্যুর খবরে কসবা উপজেলার খাড়েরা গ্রামের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। শোকার্ত স্বজনদের দাবি এবার যেন নিজামের মরদেহটা অন্তত দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। তাকে যেন দেশের মাটিতে দাফনের সুযোগ পায় পরিবার। তবে, যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে নিজাম উদ্দিনের মরদেহ দেশে পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।

নিহত নিজাম উদ্দিন কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুস ও আনোয়ারা বেগমের ছেলে। পরিবারে স্বচ্ছলতা আনতে একযুগ আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img