বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেছেন, সরকার পতনের পদযাত্রা শুরু হয়ে গিয়েছে। জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় আন্দোলনের স্রোতে আপনারা ভেসে যেতে বাধ্য হবেন।
আজ (০৩ নভেম্বর) শুক্রবার বাদ জুমা বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও সংগঠনের সভাপতি আল্লামা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ববর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
যুব মজলিস ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও সংগঠন বিভাগের সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিকীর যৌথ পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ। সমাবেশের পরে পদযাত্রাটি বাইতুল মোকাররমের উত্তর গেইট থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন আরও বলেন, সরকারি দলের অধীনে কিংবা তথাকথিত জাতীয় সরকারের নামে কোনো সুবিধাবাদী পন্থায় নয়, নির্দলয়ী সরকারের অধীনে নির্বাচন চাই।
এ সময় তিনি পুলিশ বাহিনী ও প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কোনো দলের ক্যাডার না। আপনারা এদেশের নাগরিক।সরকারের লেজুড়বৃত্তি করে বাংলাদেশে এভাবে আর চাকরি করতে পারবেন না। বাংলাদেশে চাকরি করতে হলে দেশের মানুষের পক্ষে থাকতে হবে।
ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন মূহুর্তে এই পদযাত্রা করছি, যখন নবীদের ভূমি ফিলিস্তিনে ইসরাইল একের পর বোমা ফেলে যাচ্ছে। নেতাদের ফাঁসি দিয়ে, বন্দি করে কোনো আদর্শিক আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না। তিনি আরও বলেন, ফিলিস্তিনে যুগের পর যুগ নেতাদের বন্দি করা হয়েছে, হত্যা করা হয়েছে; কিন্তু তাদের দমাতে পারেনি। একইভাবে বাংলাদেশে মাওলানা মামুনুল হককে বন্দী করেও ইসলামপন্থীদের দমিয়ে দেয়া যাবে না।
তিনি আরও বলেন, মাওলানা মামুনুল হককে গ্রেফতারের পূর্বেই আপোষের আহ্বান করা হয়েছিল। কিন্তু আদর্শচ্যুত হননি। আপোষের পথে হাঁটেননি। তাই তাকে কারাগারে বন্দী থাকতে হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, নিরপরাধ হওয়া সত্ত্বেও তিন বছর যাবত মামুনুল হককে মুক্তি না দিয়ে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। সরকার তাকে আটকে রেখে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা বলতে চাই, এভাবে আর বেশিদিন আটকে রাখতে পারবেন না।
এ সময় তিনি আগামী ১০ নভেম্বর আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফলের আহ্বান জানান।
পদযাত্রা পূর্ববর্তী সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, এই ভোটচোর সরকার গৃহপালিত বিরোধীদল জাতীয় পার্টিকে সাথে নিয়ে আবার একটি ভোটচুরি করতে চাচ্ছে। এ দেশের জনগণ সেই নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ বলেন, মাওলানা মামুনুল হক এই জাতির কণ্ঠস্বর। তাকে বন্দি করে আমাদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই অপচেষ্টা রুখে দিতে দিতে হবে। এই আওয়ামী জমিদারির ভিত উপড়ে ফেলতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা জাকির হুসাইন, গাজীপুর মহানগর সভাপতি হাফেজ কাজি নেজামুদ্দিন।
আরও উপস্থিত ছিলেন বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা যাকারিয়া আল ফারুকী, দফতর বিভাগের সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান, মজলিসে আমেলা সদস্য মাওলানা আবুল খায়ের শরীফী, মাওলানা ওমর মাতুব্বর, মুহাম্মাদ নাঈমুদ্দীন, ঢাকা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নাজমুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, খেলাফত ছাত্র মজলিস পশ্চিমের সভাপতি দিদারুল ইসলাম, দক্ষিণের সভাপতি জাবের আলহুসাইন, উত্তরের সভাপতি সাইফুল্লাহ প্রমুখ।