মার্কিন মদদপুষ্ট আফগান সরকার ও তালেবান—উভয় পক্ষ কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে। ফলে কাতার এখন থেকে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী এবং উভয় পক্ষের আলোচকদের পরামর্শক হিসেবে কাজ করবে।
আফগানিস্তানের খামা প্রেস এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
মার্কিন মদদপুষ্ট আফগানের ঘানি সরকার ও তালেবান যখন নিজেদের মতপার্থক্য দূর করতে পারছিল না, তখন কাতার শান্তি আলোচনা সচল রাখতে উদ্যোগী হয়। মতপার্থক্য প্রবল হলে কাতার উভয় পক্ষকে পৃথকভাবে পরামর্শ দেবে।
উভয় পক্ষের তীব্র মতপার্থক্য থাকার পরও মার্কিন মদদপুষ্ট কাবুল সরকার ও তালেবান শান্তি আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে। তালেবান আমেরিকা-কাতার সমঝোতা চুক্তির ভিত্তিতে ইন্ট্রা-আফগান আলোচনা এগিয়ে নিতে চাইলেও কাবুলের ঘানি সরকার তা প্রত্যাখ্যান করেছে।
গত সেপ্টেম্বরে এই আলোচনা শুরু হলেও কৌশলগত কোনো অগ্রগতি হয়নি।
সূত্র: মিডল ইস্ট মনিটর