ইউরোপে ১৫০ টন টমেটো রপ্তানি করলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
সোমবার (২ অক্টোবর) রাষ্ট্রায়ত্ত কোম্পানি স্পিঞ্জার রপ্তানির বিষয়টি নিশ্চিত করে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়, তালেবান নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় এসেই দেশের স্বার্থে কার্যকরী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। এর আওতায় বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া স্পিঞ্জার কোম্পানি পুনরায় সচল করাও অন্যতম। এতে করে আবার হাজার হাজার মানুষ উৎপাদন ও কর্মমুখর জীবনে ফিরে পেয়েছে। বেকারদের কর্মসংস্থান হয়েছে। ১৫০ টন টমেটোর পাশাপাশি ঘরে উৎপাদিত বিভিন্ন পণ্যও ইউরোপে রপ্তানি করেছে। যা আফগানিস্তানের জন্য উন্নয়ন যাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে।
কোম্পানির ভাষ্যমতে, বর্তমানে স্পিঞ্জারের আওতায় তুলা, কটন অয়েল ও টমেটোর মতো বিভিন্ন খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কাঁচামাল উৎপাদন করা হয়ে থাকে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছে তালেবান নেতৃত্বাধীন সরকার কর্তৃক পুনরায় চালু হওয়া এই কোম্পানিটি।
এর আগে তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রচেষ্টায় কোম্পানি আমেরিকা, জার্মানি, তুরস্ক, পাকিস্তান ও ভারতে প্রথমবারের মতো ডালিমের জুস রপ্তানি করে তরতর করে উন্নতির চূড়ায় উঠতে থাকা দেশটি।
সূত্র: আল ইমারাহ