বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

গভীর রাতে খুলনায় এক স্কুলে আগুন

গভীর রাতে খুলনার এক স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রূপসা ইউসেপ স্কুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলটিতে রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ আগুন লাগে। প্রথমে এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর টুটপাড়া ও বয়রার ৪ ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, স্কুলের পরিত্যক্ত চারটি কক্ষের মালামাল পুড়ে যায়। কক্ষগুলো টিনের ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত ২ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা জানা যায়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img