বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার (২ অক্টোবর) নিজ দেশে ফিরে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। জানা গেছে, ঢাকা থেকে বিমানে যশোর আসেন তিনি। সেখান থেকে সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিকালে তিনি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১ মার্চ রীভা গাঙ্গুলী দাশ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার পর তিনি এই দায়িত্ব নেন। তার এই স্বল্পকালীন দায়িত্বের মধ্যে বাংলাদেশ ভারতসহ সারা বিশ্ব করোনা মহামারির কবলে পড়ে।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী আলোচনা করেন। জানা গেছে, তার স্থলে নতুন হাইকমিশনার হবেন বিক্রম দোরাইস্বামী।