সোমবার, মে ৬, ২০২৪

সুইডেনে কুরআন অবমাননাকারীর গায়ে পাথর ছুঁড়ে মারলেন সাধারণ মানুষ

আবারও পবিত্র কুরআন অবমাননা করেছে সুইডেনের বসবাসরত ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা। এ সময় তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারেন সাধারণ মানুষ। এছাড়া অনেকে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মোমিকাকে মারতে যান।

রোববার (৩ সেপ্টেম্বর) সুইডেনের দক্ষিণাঞ্চলের শহর মালমোতে যান মোমিকা। সেখানে পুলিশের অনুমতি নিয়ে কথিত বাকস্বাধীনতার দোহাই দিয়ে পবিত্র কুরআন পোড়ানোর ঘোষণা দেন এই ইরাকি শরণার্থী।

যখন মোমিকা পবিত্র কুরআনের পাতায় আগুন ধরান তখন তাকে লক্ষ্য করে অনেকে পাথর ছুড়ে মারেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পুলিশ আরও জানিয়েছে, মোমিকার কাণ্ড নিয়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর স্থানীয় সময় ১টা ৪৫ মিনিটে সেখানে গণ্ডগোল বেধে যায়। মোমিকা যখন পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান তখন সেখানকার পরিস্থিতি শান্ত হয়।

তবে মোমিকাকে গ্রেফতার না করে পরিস্থিতি অশান্ত করার অজুহাতে সেখানে উপস্থিত প্রতিবাদকারীদের মধ্য থেকে দুইজনকে গ্রেপ্তার ও ১০জনকে পুলিশের জিম্মায় নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img