মঙ্গলবার, মে ৭, ২০২৪

স্বাক্ষর জাল করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তাদের দলের নেতাকর্মীদের মনে বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ নিয়ে গতকাল রোববার (২ সেপ্টেম্বর) তার স্বাক্ষর জাল করে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে—যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন। অসৎ উদ্দেশপ্রণোদিত হয়ে এটি করা হয়েছে।

আজ রোববার (৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সংবাদ বিজ্ঞপ্তিটিতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে তাকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার এবং আবু জাফর শামসুদ্দিন দিদারকে শায়রুল কবির খানের স্থলাভিষিক্ত করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। এ ধরণের মিথ্যা ও কল্পনাপ্রসূত বক্তব্য প্রচারে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img