বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

চুয়াডাঙ্গায় নবীন আলেমদের সংবর্ধনা দিলো উলামা পরিষদের চিৎলা শাখা

এস এম সাইফুল ইসলাম: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার চিৎলা ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে “নবীন ওলামায়ে কেরামদের সংবর্ধনা” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের নবীন আলেমদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে সংগঠনটি।

আজ (৩ জুলাই) সোমবার পরিষদের স্থায়ী কার্যালয় গোকুল খালী বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন চিৎলা ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী সালমান সাদী।

মাওলানা এনামুল হকের সভাপতিত্ব ও মুফতী সালমান সাদীর সঞ্চালনায় আয়োজিত নবীন ওলামায়ে কেরামদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতী জুনাইদ আল হাবিব ও বিশেষ অতিথি ছিলেন মুফতী আব্দুর রাজ্জাক।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা বাইজিদ হোসাইন, মুফতী আবুল কালাম, মুফতী আরিফুল ইসলাম, মাওলানা আবু হুরায়রা, মুফতী দিলাওয়ার হোসাইন, মাওলানা আতাউল্লাহ, হাফেজ আব্দুস শুকুর, মুফতী আবুল হাসান এবং মাওলানা ইবরাহীম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img