বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ট্রাক্টরের চাপায় বোয়ালমারীতে নিহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে এসে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক কৃষকের। নিহত কৃষকের নাম উলফাত মোল্যা, সে বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে।

আজ সোমবার (৩ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পৌরসভার কামারগ্রামে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জহির উদ্দিন নামের এক পথচারী জানান, বিদ্যুত অফিস থেকে বিদ্যুৎ বিল দিয়ে বাই সাইকেলে বাড়ি ফিরছিলেন কৃষক উলফাত মোল্যা এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টর চাপা দেয় তাকে। ট্রাক্টরের চাকা মাথার উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ট্রাক্টরের চালক এসময় গাড়িটি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশ মৃতদেহটি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img