শনিবার, জুলাই ২৭, ২০২৪

জাতিসংঘে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বেনেটের দাবি পক্ষপাতমূলক: আফগানিস্তান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান সম্পর্কে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিবেদকের করা প্রতিবেদনটিকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘পুনরাবৃত্তিমূলক’ বলে অভিহিত করেছে আফগানিস্তান।

প্রসঙ্গত, গত সপ্তাহের শেষে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলর ৫৫ তম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে আফগানিস্তানের শিক্ষা, কর্ম নিষেধাজ্ঞা, গ্রেপ্তার, গুম ও প্রকাশ্য ফাঁসির বিষয়টি উপস্থাপন করে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট।

বেনেটের এমন দাবি প্রত্যাহার করে ডেপুটি মুখপাত্র হামিদুল্লাহ ফিরাত বলেন, ইসলামী শাসনের অধীনে নারীদের সকল অধিকার প্রদান করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।

তিনি বলেন, “এইসব অভিযোগ পক্ষপাত মূলক যা ইতিপূর্বেও করা হয়েছে। আফগানিস্তানের সকল মানুষের জন্য শরীয়া আইন সংরক্ষণ করা হয়েছে। ইসলামী আইন একটি নারীর ক্ষেত্রে সেসকল অধিকার প্রদান করেছে তাও সংরক্ষণ করা হয়েছে।”

উল্লেখ্য, জাতিসংঘে রিচার্ড বলেন, আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, দেশটির মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন হচ্ছে কি না এ বিষয়ে শর্ত আরোপ করা।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img