শুক্রবার | ১৮ জুলাই | ২০২৫

আল জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বাংলাদেশ নিয়ে যে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র তুলে ধরেছে তা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, এ প্রতিবেদন সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না। এটি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ প্লাজায় মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে আর কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img