শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

ইয়াসিন রুবেলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে : মাওলানা ইমতিয়াজ আলম

“ইসলামধর্মে মূর্তিপূজার স্থান নেই কোন মুসলমান তাকে ‘উইশ’ করতে পারে এবং শুভেচ্ছা জানাতে পারে না।” এই স্ট্যাটাসকে ধর্মীয় উস্কানী হিসেবে আখ্যায়িত করে ইয়াসিন রুবেল নামের একজন যুবককে নোয়াখালী জেলা পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুক্তির দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

তিনি বলেন, ভারতকে দেখানোর জন্য নিজ নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করছে পুলিশ। অবিলম্বে ইয়াসিন রুবেলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

আজ রোববার (২ অক্টোবর) পুরানা পল্টনস্থ দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, একটি অতিউৎসাহী গোষ্ঠী সবখানেই ধর্মীয় উস্কানী চক্রান্তের তালাশ করছে। ধর্মীয় উস্কানী কাকে বলে? ধর্ম পালনে বাধা কিংবা কোন ধর্মকে আঘাত করাকে উস্কানী বলেন। এখানে তো কোন উস্কানী নেই। এটা ইসলামধর্মের কথা। যার সাথে দেশের বিরানব্বই ভাগ মুসলমানের ঈমান ও আমল জড়িত।

সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, মুফতী আব্দুল আহাদ, মাওলানা নজরুল ইসলাম, মু. ফজলুল হক মৃধা, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, মাওলানা জিয়াউল আশরাফ, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, আলহাজ্ব আবু তাহের প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img