আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের চলমান যুদ্ধে বাকুকে সমর্থন দিতে সিরিয়া থেকে তুরস্ক যোদ্ধা পাঠাচ্ছে বলে দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।
তিনি বলেন, সিরিয়ায় জিহাদী গোষ্ঠীগুলো থেকে ৩০০ যোদ্ধা তুরস্ক হয়ে আজারবাইজানের পথে রয়েছে। তুরস্ক সীমালঙ্ঘন করছে বলেও তিনি দাবি করেন।
বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।
এদিকে আজারবাইজানের সঙ্গে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে আর্মেনিয়া। এদিকে নাগর্নি কারাবাখ অঞ্চলে দুই দেশের মধ্যে যুদ্ধ ষষ্ঠদিনে পা রেখেছে। লড়াই আরও তীব্র রূপ নিয়েছে।
এদিকে আজারবাইজানের সঙ্গে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে আর্মেনিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরেভেন বলেন, সংঘাতের মধ্যস্থতা করতে ফ্রান্স, রাশিয়া ও আমেরিকার সঙ্গে বসতে আর্মেনিয়া প্রস্তুত। অঞ্চলটিতে একটি অস্ত্রবিরতিতে পুর্নপ্রতিষ্ঠায় আমরা সম্মত।