ইনসাফ | নাহিয়ান হাসান
দেশের বাইরে এবং ভিতরে নিজের অবৈধ কোনো সম্পত্তি নেই বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, অন্যান্যদের মতো দেশের বাইরে কিংবা ভিতরে আমার কোনো অবৈধ সম্পত্তি নেই। ইতিপূর্বে আমার সম্পত্তির বিস্তারিত বিবরণ আমি দিয়েছি। এমনকি ওয়েবসাইটেও তা প্রকাশিত হওয়ায় যে কেউ চাইলেই এখন তা দেখতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
অবৈধ সম্পত্তি থাকার অভিযোগের ব্যাপারে ইমরান খান বলেন, পানামা কেসকে প্রভাবিত করার জন্য দুর্নীতিবাজরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
দুর্নীতিবাজদের হুশিয়ার করে দিয়ে ইমরান খান বলেন, পাকিস্তানের ১ লক্ষ ৭০ হাজার ভোটার আমাকে তাদের অভিভাবক হিসেবে নির্বাচন করেছে। সুতরাং, কেউ যদি আইন ভঙ্গ করার চেষ্টা করে তবে আমি একে একে সবাইকেই জেলখানায় কয়েদ করবো।
তার বিরুদ্ধে দুর্নীতিবাজদের ধর্মীয় উস্কানীর ব্যাপারে পাক প্রধান বলেন, আমি বিশ্বাস করি যে, সমস্ত সাম্রাজ্য একমাত্র আল্লাহর। আমি কখনোই বলি নি যে,সাম্রাজ্যের আঙ্গুল হল সেনাবাহিনী।
সূত্র: জিও নিউজ।