শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ইসরাইলি পণ্য বর্জন করতে মুসলিম বিশ্বের প্রতি আলআযহারের আহ্বান

মিশরের আলআযহার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা জানিয়েছে এবং ইসরাইলি পণ্য বর্জন করতে বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনের গাজ্জায় ১১ মাস ধরে গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল। পরিকল্পিত এই জাতিগত শুদ্ধি অভিযানে শহীদ হয়েছেন প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও আহত হয়েছে প্রায় এক লাখ।

বিশ্ব সমাজের নিষ্ক্রিয়তা ও অকার্যকর নিন্দার প্রেক্ষাপটে সম্প্রতি পশ্চিম তীরেও গণহত্যা শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। এ অবস্থায় মিশরের আলআযহারের পক্ষ থেকে এইসব হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে : আমরা চাই মুসলিম বিশ্ব ইসরাইলি পণ্য-সামগ্রী বর্জনের পন্থা প্রয়োগ করবে। ফিলিস্তিনি জাতি, মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ ও বায়তুল মুকাদ্দাস শহরের সমর্থনে ও ফিলিস্তিনিদের ওপর হামলার জবাব দেবে।

মিশরের আলআযহার বিশ্ববিদ্যালয় ও মসজিদ বিশ্বের সবচেয়ে প্রাচীন মুসলিম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে বিখ্যাত।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img