খুলনায় ৯ দফা দাবিতে আবারও রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়। সংঘের্ষে ৯ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা।
আজ শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টায় জুমার নামাজের পর নিউমার্কেট এলাকায় জড় হতে শুরু করে শিক্ষার্থীরা। দুপুর আড়াইটার দিকে নিউমার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি সোনাডাঙ্গা থানা হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌছায়। বিশ্ববিদ্যালয়ের সামনে ঘন্টাখানেক শান্তিপূর্ণভাবে অবস্থান করে শিক্ষার্থীরা। তারপরই শুরু হয় উত্তেজনা এবং শিক্ষার্থীদের তোপের মুখে পিছু হটতে বাধ্য হয় পুলিশ।
বিকাল ৬টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরের শিববাড়ি এলাকায় যেতে চাইলে আবারও পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে।
এদিকে দুপুর ৩টায় শিক্ষার্থীদের আরও একটি মিছিল শিববাড়ি থেকে জিরো পয়েন্ট মোড়ে পৌঁছায়। এসময় শিক্ষার্থীদের দিকে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পাশাপাশি দুইজন শিক্ষার্থীকে আটক করে হরিনটানা থানায় নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে থানা অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে আটককৃত দুই শিক্ষার্থীকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ