বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

বেফাকের নতুন সিদ্ধান্ত; ‘তাহরীকে দেওবন্দ’ পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকবে

অবশেষে ‘তাহরীকে দেওবন্দ’ পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকলে বলে জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২ জুলাই) বেফাকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, ‘আজ (২ জুলাই) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মহাসচিব মাহফুজুল হক, সিনিয়র সহ সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়াসহ বেফাকের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ফযীলত জামাতের পাঠ্যপুস্তক ‘তাহরীকে দেওবন্দ’ পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত ২৯ জুন বেফাক এক বিজ্ঞপ্তিতে জানায় ফযীলত মারহালায় পাঠ্যভুক্ত গ্রন্থ ‘তাহরীকে দেওবন্দ’ বিষয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে চলতি বছর পৃষ্ঠা নং ৩৩ হতে ৩৯, ১০৪ থেকে ১২৯ এবং ২০৯ থেকে ২৪৯ পর্যন্ত নেসাবের বাইরে থাকবে।

এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তিন দিনের মাথায় পূর্বঘোষিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন করে ‘তাহরীকে দেওবন্দ’ পূর্ণ কিতাব নেসাবভুক্ত রাখার সিদ্ধান্ত নিলো বেফাক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img