জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে জন দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
আজ (২ জুন) মঙ্গলবার এক বিবৃতিতে পার্টির কেন্দ্রীয় আমীর অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, দেশের এই চরম সংকট উত্তরণে জনগণের মৌলিক চাহিদা পুরণে সরকার সম্পুর্ন ব্যার্থ। নাগরিক সুবিধা প্রায় শুন্যের কোঠায়। উপরন্তু জনসাধারণের জীবন যাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়ে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে।
তারা বলেন, গণপরিবহনের ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি, ওয়াসার বিল পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিসহ মোবাইল কোম্পানিগুলোর রক্তচোষা বাণিজ্যিক আগ্রাসন জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। সরকারের এই প্রহসন ও শোষণনীতি জনগণ বেশিদিন সহ্য করবে না।
নেতৃদ্বয় জনগণকে এসবের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করার আহবান জানান। দেশের চলমান সংকট উত্তরণে জনগণের উপর সকল বর্ধিত ব্যায় অনতিবিলম্বে প্রত্যাহার করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐকবদ্ধ হওয়ার আহবান জানান।
নেতৃদ্বয় সকলকে স্বাস্থ্য বিধি মেনে মহান আল্লাহর কাছে ক্ষমা ও ইস্তেগফার বেশি বেশি করার অনুরোধ জানান।