শুক্রবার, মে ১৭, ২০২৪

গাজ্জায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বোমা হামলায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণ করতে ৮০ বছর সময় লাগতে পারে।

বৃহস্পতিবার (২ মে) বিধ্বস্ত বাড়ি-ঘরের পরিস্থিতি উল্লেখ করে এক বিবৃতিতে এ কথা বলেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

ইউএনডিপি এক বিবৃতিতে বলেছে, গাজ্জায় ইসরাইলী বোমা হামলায় যে পরিমাণ বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। এই শতাব্দীতে তা পুনর্নির্মাণ করা সম্ভব নয়। পরবর্তী শতাব্দী পর্যন্ত সময় লাগতে পারে।

বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণ করতে প্রায় ৮০ বছর সময় লাগতে পারে। বর্তমান সংঘাতের ওপর ভিত্তি করে এই অনুমান করেছে ইউএনডিপি। এটি কয়েক দশকের দুর্ভোগ তৈরি করবে।

গাজ্জায় ধ্বংসস্তূপের পরিমাণ উল্লেখ করে ইউএনডিপি-র প্রশাসক আচিম স্টেইনার বলেন, গাজ্জায় সাত মাসের ইসরাইলী বোমা হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। যার ফলে, বিশাল বড় বড় ধ্বংসস্তূপ তৈরি হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img