অচলাবস্থা ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণে চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে সুদানের ক্ষমতাসীন সামরিক বাহিনী ও আন্দোলনরত রাজনৈতিক পক্ষগুলো।
শনিবার (১ এপ্রিল) রাজধানী খারতুমের প্রেসিডেন্ট ভবনে দীর্ঘ বৈঠক শেষে চুক্তি স্বাক্ষরে সম্মত হয় রাষ্ট্রক্ষমতা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়া দুই পক্ষ।
সেনা শাসন বিরোধী বেসামরিক দলগুলোর জোট ফোর্সেস অফ ফ্রিডম এন্ড চেঞ্জের একজন কেন্দ্রীয় নেতার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ভবনে এফএফসি ও ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল টিএমসি এই দু’পক্ষের মাঝে ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়া ও বেসামরিক নাগরিকদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে যে সমস্ত বাধা রয়েছে তা নিয়ে পূঙ্খানুপুঙ্খ আলোচনা-পর্যালোচনা হয়।
আলোচনায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ও এর প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করায় একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয় এবং আগামী ৬ এপ্রিল চূড়ান্ত চুক্তির জন্য দিন নির্ধারণ করা হয়।
সূত্র: টিআরটি আরাবি