মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

কুরবানীর ছুরি নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন: খেলাফত ছাত্র আন্দোলন

কুরবানীর ছুরি নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন।

শুক্রবার (০২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি হাফেজ জাকির বিল্লাহ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাকির হোসেন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, সরকার উদ্দেশ্য-প্রণোদিতভাবে মাদ্রাসা থেকে কুরবানীর সময় ব্যবহৃত সংরক্ষিত ছুরি পুলিশ হেফাজতে নিয়ে জনমনে আতঙ্ক তৈরি করছে এবং আহলে হক্ব ওলামায়ে কেরামকে হেয় প্রতিপন্ন করা। এমনকি দেশের তাওহিদবাদী জনতার মধ্যে মাদ্রাসার ইমজে নষ্ট করার পায়তারা করছে। তাছাড়া বর্তমান প্রক্ষাপটে জনগণের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে কথিত নিরাপত্তার দোহাই দিয়ে মাদ্রাসা থেকে ছুরি উদ্ধারের নাটক সাজিয়েছে এবং ইসলাম বিদ্বেষী মিডিয়া হলুদ সাংবাদিকতার চূড়ান্ত রূপ প্রর্দশণ করছে। এরকম ষড়যন্ত্র দেশের আপামর তৌহিদী জনতা মেনে নিবেনা।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকারদলীয় বিভিন্ন সংগঠনের অস্ত্র মহড়া দেশের মানুষ বিভিন্ন সময়ে প্রত্যক্ষ করেছে। বিশ্ববিদ্যালয়ে আদিপত্য বিস্তার, দলীয় কোন্দল, ভিন্নমতের সংগঠনের নেতাকর্মীদের উপর সশস্ত্র ঝাঁপিয়ে পড়ার সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিপূর্বে প্রকাশতি হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img