বুধবার, জুন ২৫, ২০২৫

দাবি না মানলে ট্রাক্টর মিছিল ও দিল্লিমুখি লংমার্চের হুমকি ভারতের আন্দলরত কৃষকদের

spot_imgspot_img

আগামী ৪ জানুয়ারির মধ্যে কৃষি আইন প্রত্যাহার না হলে দিল্লিমুখি লংমার্চের হুমকি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। তারা কেন্দ্র সরকারের মুখের কথায় আর ভুলতে চান না। এবার একটা ফায়সালা চাচ্ছেন।

কৃষক নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শাহীনবাগের বিক্ষোভকারীদের মতো তাদের ছত্রভঙ্গ করা যাবে না।

৪ জানুয়ারি দাবি না মিটলে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিরাট ট্রাক্টর মিছিল হবে। কৃষকদের আন্দোলনকে হালকা ভাবে নিচ্ছে কেন্দ্র- এমন অভিযোগ কৃষক নেতাদের।

৪ জানুয়ারির বৈঠক পর্যন্ত তারা অপেক্ষা করবেন। ওই দিন সপ্তম দফায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তাদের বৈঠক রয়েছে।

বৈঠকের ফল কৃষকদের পক্ষে না গেলে, অর্থাৎ কেন্দ্র কৃষি আইন বাতিল না করলে, তারা এবার দিল্লি সীমানায় আটকে না থেকে বিশাল ট্রাক্টর মিছিল করবেন। ২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিলের দিন ঘোষিত হয়েছে।

কেন্দ্রের সঙ্গে সর্বশেষ বৈঠকের এজেন্ডায় কৃষকদের তরফে চারটা প্রস্তাব ছিল। তার মধ্যে দুটি প্রস্তাব কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর মেনে নিলেও মূলত যে দাবির ভিত্তিতে আলোচনা, তা নিয়ে কোনও কথাই হয়নি।

কৃষি আইন বাতিলের প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেছেন তিনি। ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও কোনও আলোচনা হয়নি।

তারপরেও ইতিবাচক মানসিকতা নিয়েই নতুন ইংরেজি বছরের শুরুতে, ৪ জানুয়ারি ফের কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন কৃষকরা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img