দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক গীর্জায় উদযাপিত হলো আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস।
বুধবার (২৯নভেম্বর) রাজধানী কেপ টাউনের সেন্ট জর্জ ক্যাথিড্রালে আন্তর্জাতিক এই দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উদযাপনকালে দখলকৃত ফিলিস্তিনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার বাসেম নাঈম ক্যাথিড্রালে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে বক্তৃতায় গাজ্জা বিপর্যয়ের জন্য ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলকে দায়ী করে তিনি বলেন, ফিলিস্তিনে ইসরাইলের ৭৫ বছরের দখলদারিত্ব স্বাধীনতাকামীদের আন্তর্জাতিক সংহতি অনুসন্ধানের দিকে পরিচালিত করেছে।
তিনি আরো বলেন, বিশেষত দক্ষিণ আফ্রিকায় আমরা আমাদের শিশুদের নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি শিক্ষা দিয়ে থাকি যে, ফিলিস্তিনের স্বাধীনতা ব্যতীত আমাদের স্বাধীনতা অপূর্ণ। তাই আমরা মনে করি, দক্ষিণ আফ্রিকার সাথে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়া আগ্রাসী শক্তিকে পরাস্ত করার ক্ষেত্রে লোকজন কীভাবে অগণিত ত্যাগ স্বীকার ও বছরের পর বছর লড়াই চালিয়ে যাওয়ার মনোবল ধরে রাখতে পারে সফল মডেলও মনে করি।
সূত্র: মিডল ইস্ট মনিটর