চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফেঙ্গি আসছেন বাংলাদেশে। এক দিনের সফরে নেপাল থেকে বাংলাদেশে আসবেন তিনি।
এ খবর দিয়েছে নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
নেপালি গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার দিনব্যাপী সফরে নেপালে অবস্থান করছেন তিনি। তবে এরপরই বাংলাদেশ ও পাকিস্তানে ঝটিকা সফরের কথা রয়েছে তার। তবে খবরে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
নেপালের আরেক সংবাদ মাধ্যম মাই রিপাবলিকা জানায়, রোববার রাতেই তিনি বাংলাদেশ যাচ্ছেন।
তিনি নেপালি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বসেন। দেখা করেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গেও।
গত শুক্রবার নেপাল সফর করেছিলেন ভারতীয় পররাষ্ট্র সচিত হর্ষ বর্ধন শ্রিংলা।
এরপরই দ্রুত নেপাল সফরে যান ওয়ে। এখন সেখান থেকে ভারতের আরো দুই প্রতিবেশী রাষ্ট্রে যাবেন তিনি।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত বছরের অক্টোবরে নেপাল সফর করেন। এরপর ওয়ে হলেন কাঠমান্ডু সফরকারি সবচেয়ে গুরুত্বপূর্ণ চীনা কর্মকর্তা।