ভারতের কেরালার ওয়ানাডের ভূমিধসে মৃতের সংখ্যা ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যাও ২০০ ছাড়িয়ে গেছে। শতাধিক মানুষ আটকে থাকায় বাড়তে পারে হতাহতের সংখ্যাও।
বুধবার (৩১ জুলাই) ভোরে ওয়ানাডের মেপ্পাডির পার্বত্য এলাকা নাগাড়ে প্রবল বৃষ্টিতে ভূমিধস নামে।
ভূমিধসে বিধ্বস্ত হয় মেপ্পাডি, মুনডাক্কাই টাউন ও চুরাল মালা। দুর্যোগের পরই উদ্ধারকাজে অংশ নেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সম্মিলিত চেষ্টায় প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে প্রায় আড়াইশো মানুষ এখনও নিখোঁজ রয়েছে।
সূত্র: পার্সটুডে