ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশনস বিভাগ থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। যুগ্ম-কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগ থেকে গোয়েন্দা উত্তর বিভাগে এবং যুগ্ম-কমিশনার খোন্দকার নুরুন্নবীকে গোয়েন্দা উত্তর বিভাগ থেকে অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আরেক আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়।