বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, হারুন অর রশিদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। এদিকে তার স্থলাভিষিক্ত হচ্ছেন লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আশরাফুজ্জামান। ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত পুলিশ কমিশনার খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

আরেকটি আদেশে ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশনস বিভাগ থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। যুগ্ম-কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ থেকে গোয়েন্দা উত্তর বিভাগে এবং যুগ্ম-কমিশনার খোন্দকার নুরুন্নবীকে গোয়েন্দা-উত্তর বিভাগ থেকে অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img