বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইসমাইল হানিয়ার মৃত্যুতে মুফতী রেজাউল করীমের গভীর শোক

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গুপ্ত হামলায় শাহাদাতবরণ করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসরাইলি গুপ্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।

বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে মুফতী রেজাউল করীম বলেন, হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরাইলী অসভ্য গোষ্ঠী বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। এই রক্ত কখনোই বৃথা যাবে না। হানিয়ার শাহাদাতবরণের ঘটনা ফিলিস্তিনের বন্ধনকে শক্তিশালী করবে। তাঁর হত্যার মধ্য দিয়ে আবার এটা স্পষ্ট হয়েছে যে, ইসরাইলের নেতানিয়াহু সরকারের শান্তি প্রতিষ্ঠার পক্ষে নয়। তারা খুনি, বিশ্ব অশান্তির হোতা।

মুফতী রেজাউল করীম আরও বলেন, ফিলিস্তিনের গাজ্জায় বিগত ১১ মাস যাবৎ নির্বিচার হামলা চালিয়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে আসছে ইসরাইল। চলমান এই যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার ৩ ছেলেসহ ৬০ স্বজন নিহত হয়েছে। আর আজ হামাসের এ শীর্ষ নেতাকে ইরানের তেহরানে তাঁর ব্যক্তিগত বাসভবনে ‘গাইডেড মিসাইল’ ছুঁড়ে হত্যা করা হয়। একজন মানুষ তাঁর বাসভবনেও নিরাপদ নয়। ইসরাইলের হায়েনারা তাঁকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না।

তিনি বিশ্বমুসলিম নেতৃত্বকে ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে সোচ্চার ভুমিকা পালনের আহ্বান জানান। এছাড়া ইসমাইল হানিয়ার শাহাদাতের মর্যাদা কামনা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন মুফতী রেজাউল করীম। সেইসাথে হামাস প্রধানের তিন ছেলে, বোনসহ পরিবার পরিজন হত্যায়ও আন্তরিক শোক প্রকাশ করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img