মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

স্মার্টলি লুটপাটের বাজেট দিয়েছে সরকার : আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী অর্থনীতি বাস্তবায়নে স্মার্টলি লুটপাটের জন্য বাজেট দিয়েছে সরকার। ঋণ করে ঘি খাওয়ার জন্য বড় বাজেট। এর বোঝা জনগণকে বইতে হবে।

বৃহস্পতিবার (১ জুন) রাজধানীর বনানীর নিজ বাড়িতে তাৎক্ষণিক এক বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের বাজেট প্রতিক্রিয়া দেওয়ার সময় বাসার ভেতর গোয়েন্দা সংস্থার সদস্যদের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আমির খসরু বলেন, এ ধরনের একটা সরকার দেশের জন্য কী ধরনের বাজেট দেবে তা বোঝায় যাচ্ছে। বিরোধী দলের প্রতিক্রিয়া শুনতেও রাজি নয় তারা।

সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, সরকার লাখ-লাখ কোটি টাকা বিদেশে প্রচার করছে। অথচ দেশে রিজার্ভের টাকা নেই। সাধারণ মানুষ অনেকে আজ ঋণ করে চলছেন। তাদের সঞ্চয় শেষ হয়ে গেছে। অনেকে দুই বেলার জায়গায় একবেলা খেয়ে থাকছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img