সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের এক্সপোর্ট বেড়ে গেছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের এক্সপোর্ট বেড়ে গেছে। কোনো না কোনো চ্যালেঞ্জিং টাইম থাকবেই। এগুলো একদিকে যেমন কঠোর, আরেক দিক থেকে আমাদের জন্য সুযোগে সৃষ্টি করে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।

বুধবার (১ জুন) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কোভিড আর ইউক্রেনের যুদ্ধ অনেক সম্প্রসারিতভাবে সুযোগ সৃষ্টি করবে। সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। আমি মনে করি, যে কোনো অর্থনীতিবীদ এর বাইরে চিন্তা করতে পারে না, এর বাইরে চিন্তা করার কিছু নেই।

আর্থিক খাত দুর্বল নেতৃত্বে চলছে বলে সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আর্থিক খাতে দুর্বৃত্তায়ন নাই। আমি তার প্রতি সম্মান এবং বিশ্বাস রেখে বলতে পারি সারা বিশ্বে সংকটের মধ্যে বাংলাদেশের অর্থনীতি যেভাবে আমরা এগিয়ে নিয়েছি, আমার মনে হয় দিস ইজ বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন। অন্যদের সঙ্গে তুলনা করলেও বুঝতে পারবেন আমরা ভালো আছি। কেউ যদি ভালো সময়ের সঙ্গে এ সময় মেলানোর চেষ্টা করে তাহলে মেলানো যাবে না। এটা যদি একই রকম না হয় তাহলে কার সঙ্গে কার কম্পেয়ার করবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img