পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য মো মামুন উদ্দিন (৩০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
পুলিশ সদস্য মো মামুন উদ্দিন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
সোমবার সকাল ১১টার দিকে আইসোলেশনে থাকা অবস্থায় চট্টগ্রামে তিনি মারা যান। তিনি নিজ কালিকাপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবু তাহেরের ছেলে।
নিহত মামুন উদ্দিনের চাচা শ্বশুর মাও এমরান উদ্দিন মজুমদার জানান, গত ২৮ মে মামুন আইসোলেশনে ছিলেন। সোমবার সকালে অবস্থার অবনতি হলে সিএমএইচে নেয়ার পথে তিনি মারা যান। মামুন উদ্দিনের ২ বছর বয়সী একজন শিশু কন্যা রয়েছে। মামুনের গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফনের প্রস্তুতি চলছে। গ্রামে শোকের মাতম চলছে।।