বুধবার, জুন ২৫, ২০২৫

প্রকাশ করা হবে স্বাধীনতা বিরোধীদের তালিকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

spot_imgspot_img

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, শিগগিরই স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ করা হবে। স্বাধীনতাবিরোধীদের তালিকা সংসদে পাস হবে। এরপরই এ বছরই তাদের নাম প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে সাভারের বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একাডেমিতে (বিএনসিসি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘আমিই বঙ্গবন্ধু ট্যানেলের’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনগণই সব ক্ষমতার উৎস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের নেতা ছিলেন। এছাড়া বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। এই সরকারের আমলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img