রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির সমর্থকদের বিক্ষোভের মধ্যে রেকর্ডসংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নাভালনির স্ত্রী ইউলিয়াও আছেন। কমপক্ষে ৫ হাজার ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে সিএনএন। এর মধ্যে শুধু রাজধানী মস্কোতেই গ্রেফতার করা হয়েছে ১৬০০ জনকে।
২০১১ পর রাশিয়ায় এত বেশি সংখ্যক মানুষ গ্রেফতার করা হয়নি।
গত ১৭ জানুয়ারি রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক নাভালনি গ্রেফতার হন। সেই ঘটনায় গত সপ্তাহে রাশিয়া জুড়ে বিক্ষোভ করে তার সমর্থকরা। বিক্ষোভে অংশ নেওয়ায় সেসময় ৪ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।