গাজ্জার সমর্থনে জুতা হাতে আমেরিকান দূতাবাস ঘেরাও করলো পৃথিবীর সবচেয়ে শান্তশিষ্ট দেশ জাপানের নাগরিকেরা।
রবিবার (৩১ ডিসেম্বর) টোকিওর আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শত শত জাপানিকে জুতা ও প্ল্যাকার্ড হাতে টোকিওতে অবস্থিত আমেরিকান দূতাবাস ঘেরাও করে গাজ্জা গণহত্যার প্রতিবাদ জানাতে দেখা যায়। বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকারী জাপানিদের ফ্রি ফ্রি প্যালেস্টাইন, স্টপ গাজ্জা জেনোসাইড ও বয়কট ইউএসএ সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতেও শোনা যায়। উঁচিয়ে ধরতে দেখা যায় আমেরিকা ইউ আর রিয়েল টেরোরিস্ট সহ বিভিন্ন ধরণের লেখা সম্বলিত প্ল্যাকার্ড। আমেরিকা ইউ আর রিয়েল টেরোরিস্ট যার অর্থ, আমেরিকা তোমরাই প্রকৃত সন্ত্রাসী।
উল্লেখ্য, জাপান হলো সেই দেশ ১৯৪৫ সালে যাদের উপর পৃথিবীর সর্বপ্রথম পারমাণবিক বোমার ভয়ানক পরীক্ষা চালিয়েছিলো আমেরিকা। ৬ ও ৯ আগস্ট হিরোশিমা ও নাগাসাকি শহরে লিটল বয় ও ফ্যাট ম্যান নামের দু’দুটো পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে যেখানে মুহুর্তেই ২ লক্ষ ২৪ হাজার জাপানিকে হত্যা করেছিলো বর্তমানে গাজ্জা গণহত্যায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে মদদ দিয়ে যাওয়া দেশটি।
বিস্ফোরণ এতই ভয়াবহ ছিলো যে পরবর্তীতে আরো ২ লক্ষ ১৪ হাজার লোকের সরাসরি মৃত্যু ঘটে। এর প্রতিক্রিয়ায় ৯ আগস্ট পরবর্তী সময়ে হাসপাতালে মৃত্যু ঘটে আরো ৩ লক্ষ ৭২ হাজার সাধারণ মানুষের। এছাড়া ২০১২ সাল পর্যন্ত বিকৃত ও বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে জন্ম নেওয়া জাপানি শিশুদের নিয়ে চালানো এক গবেষণায় উঠে আসে যে, ৪৫ এ বিস্ফোরিত ভয়াবহ পারমাণবিক বোমার রাসায়নিক তেজস্ক্রিয়ার প্রভাবেই মূলত আজও বিকৃত ও পার্শ্বপ্রতিক্রিয়া বিশিষ্ট শিশু জন্ম দিচ্ছে জাপানি মায়েরা।
সূত্র: আল জাজিরা